দুই জান্নাতের মুখে হাসি ফেরাতে ইউএনওর মানবিক উদ্যোগ: দায়িত্ব নিল এমএসআই
সংবাদ ডেস্ক:
কক্সবাজার সদর উপজেলার দুই শিশু—মরিয়ম জান্নাত ও ফাতেমা জান্নাত—জন্মগত হার্টের ছিদ্র (ASD) নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল। অবশেষে তাদের চিকিৎসার পূর্ণ ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) নামের আন্তর্জাতিক এনজিও। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন কক্সবাজার সদর উপজেলার বিদায়ী ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী।
ইউএনও জানান, কিছুদিন আগে মরিয়ম জান্নাতের হার্ট অপারেশনের অনুদান নিশ্চিত হয়। এরই মধ্যে ফাতেমা জান্নাতের বাবা—একজন অটোরিকশা চালক—মেয়ের জন্মগত হার্টের ছিদ্র অপারেশনের ব্যয় জোগাড় করতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চান। সীমিত আয়ের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
এনজিও এমএসআইয়ের প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হক জানান, আগামী ৭ ডিসেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই শিশুর অপারেশন সম্পন্ন হবে। প্রতিটি অপারেশনের ব্যয় ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা বহন করবে এমএসআই।
স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতায় দুই শিশুর জীবন বাঁচানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
