জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

কক্সবাজারে বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি নামেরে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার


সংবাদ ডেস্ক:

কক্সবাজার শহরের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বৌদ্ধ মন্দির সড়কের ‘ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত নাদিয়া বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। শহরের বার্মিজ মার্কেট এলাকায় তার দুটি বিউটি পার্লার ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় বছরখানেক আগে স্বামী মোহাম্মদ ইয়াসিনের গোপন দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন নাদিয়া। এরপর অভিমান করে বাবার বাড়ি ফিরে আসেন। নাদিয়া রোববার বিকেল ৩টায় কাজের কথা বলে পার্লারে বের হন। সেদিন রাতে পরিবারের সঙ্গে ফোনে কথা হলেও আর বাসায় ফেরেননি।

সোমবার সকালে বারবার ফোন করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পার্লারে যান। তারা ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকার পরও কোনো সাড়া না মিললে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন নাদিয়া সিলিংয়ের সঙ্গে ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি ইলিয়াছ খান বলেন,দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন।

Powered by Blogger.