কুতুবদিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
সংবাদ প্রতিবেদন।। কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জামায়াতে ইসলামীর কুতুবদিয়ার আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরীকে গালিগালাজ করায় দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। উভয়পক্ষে আহত ৫ জনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ধূরুং বাজারে এ ঘটনা ঘটে।
এসময় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমের নেতৃত্বে তার পুত্র নাঈম, মিনার উদ্দিন, মোবারক হোসেন, মোরশেদ আলম ও বোরহান উদ্দিন জামাতের নেতাকর্মীদের উপর এ হামলা চালায়। এ ঘটনায় দুই পক্ষের গুরুতর আহতরা হলেন— দক্ষিণ ধূরুং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর বেলাল হোসাইন, জিয়াবুল করিম, আতিকুল ইসলাম, কলিম উল্লাহ, মাষ্টার মামুন ও অপরপক্ষে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, দুই গ্রুপের আহত হয়েছে শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি।