পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বসতবাড়ি পুড়ে ছাই
সংবাদ ডেস্ক:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে মগনামা ইউনিয়নের রঙিন খালের পূর্বকূলের এবাদুল্লাহ পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মুহূর্তেই চারদিক দাউদাউ করে জ্বলে ওঠে, ফলে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে রাহমত, মুর্শিদা, শফিউল আলম ও আবু তাহেরের চারটি বাড়ি দ্রুত পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও আগুনের ভয়াবহতায় কিছুই রক্ষা করা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে রয়েছে। দ্রুত পুনর্বাসনের দাবিও জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।
