জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

‘বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে’


বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে পরীমনি উল্লেখ করেন, বিপদের সময় যাদের পাশে দাঁড়ান, অনেক ক্ষেত্রেই তারাই তাকে বিপদে ফেলে দূরে সরে যান। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

ফেসবুক পোস্টে পরীমনি লেখেন,
“মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।”

তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান এই অভিনেত্রী। বরং নিজের মানবিকতা ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।

পোস্টে পরীমনি আরও লেখেন,
“আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব, আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”

পরীমনির এই আবেগঘন বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত ও অনুসারী তার পোস্টে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

Powered by Blogger.