বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করল ভারত
সংবাদ ডেস্ক:
ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি ও উদ্বেগ জানিয়েছে, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি।
এর আগে রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ সরকার। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৪ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, ভারত সেগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে ভারত বরাবরই অবস্থান নিয়ে এসেছে।
এতে আরও বলা হয়, বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। পাশাপাশি ভারতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের রায়ের মুখোমুখি করতে দ্রুত দেশে প্রত্যার্পণের আহ্বান জানানো হয়। এছাড়া রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে আশ্রয় না পায়, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ভারতের প্রত্যাশা রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতাও দিতে প্রস্তুত তার দেশ।
