সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ডেস্ক রিপোর্ট
সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশাচালক শিপন আহমদ (২৫) কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিপন তার বড় বোনের অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা মরদেহটি শিপন আহমদের বলে শনাক্ত করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতের কানের নিচে এবং বুকের বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শিপনকে ভাড়া করে অটোরিকশায় ওঠে। পরে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
