জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাদ দিলেন জেলেনস্কি


আন্তর্জাতিক সংবাদ:

যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউক্রেন। পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণে সম্মত হয়েছে দেশটি এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (১৪ ডিসেম্বর) বার্লিনে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকের আগে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সিদ্ধান্তকে ইউক্রেনের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী রাশিয়ার আগ্রাসন থেকে সুরক্ষার নিশ্চয়তা হিসেবে ইউক্রেন দীর্ঘদিন ধরেই ন্যাটোতে যোগদানের চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ন্যাটো সদস্যপদের বিষয়টি দেশটির সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জেলেনস্কি বলেন, “শুরু থেকেই ইউক্রেনের আকাঙ্ক্ষা ছিল ন্যাটোতে যোগ দেওয়া, কারণ এটি নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্র দেশ আমাদের এই লক্ষ্যে সমর্থন দেয়নি। তাই আমরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপীয় অংশীদারদের পাশাপাশি কানাডা, জাপানসহ অন্যান্য দেশের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছি।”

এই সিদ্ধান্ত রাশিয়ার দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করে আসছেন। তবে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, ন্যাটো সদস্যপদে ছাড় দিলেও রাশিয়ার কাছে ইউক্রেনের কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্ন নেই।

এদিকে রাশিয়া জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে এবং দেশটিতে কোনো ন্যাটো সেনা মোতায়েন করা যাবে না। রুশ সূত্রগুলো আরও জানিয়েছে, পুতিন চলতি বছরের শুরুতে পশ্চিমা শক্তিগুলোর কাছে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছিলেন।

এর আগে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার জন্য ন্যাটো সদস্যপদকে অপরিহার্য বলে উল্লেখ করেছিলেন।

Powered by Blogger.