জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা




সংবাদ ডেস্ক:

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে, আর হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী। বৃহস্পতিবার সকালে একটি অস্ত্র হামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

শহরের ব্যস্ততম আদালতপাড়া এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Powered by Blogger.