জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হলেন নাঈম


খেলার সংবাদ:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে ব্যাটার মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে হয়েছিল তিন দলের তুমুল লড়াই। শেষ পর্যন্ত সিলেট, রংপুর ও নোয়াখালীর প্রতিযোগিতাকে পেছনে ফেলে চট্টগ্রাম রয়েলস ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে গত আসরের সেরা রান–সংগ্রাহক নাঈমকে।

গত মৌসুমে নাঈম করেছিলেন ৫১১ রান, স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪৪ যা তাকে এবার নিলামের সবচেয়ে আলোচিত ক্রিকেটারে পরিণত করেছে।

এ দিকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক গতবার খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসে।

নাঈম ও লিটনের পর নিলামে ‘বি’ ক্যাটাগরির প্রথম নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু অবাক করার মতো বিষয় ৬ ফ্র্যাঞ্চাইজি কেউই আগ্রহ দেখায়নি। একই পরিণতি হয়েছে মুশফিকুর রহিমেরও। দুজনের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তারা দুজনই অবিক্রিত থেকে গেছেন।

তবে নিয়ম অনুসারে, নিলামের পরবর্তী ধাপে অবিক্রিত ক্রিকেটারদের আবার তোলা হবে তখন তারা নেমে যাবেন ‘সি’ ক্যাটাগরিতে।

বিপিএলের নিলাম ঘিরে ক্রিকেট মহলে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে অভিজ্ঞ দুই তারকার অবিক্রিত থাকা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Powered by Blogger.