জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

এশিয়া কাপে সুপার ফোরে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


খেলার সংবাদ:

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত দুই মাসে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে এবারের আসরে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরে ব্যাকফুটে পড়েছিল লিটন বাহিনী।

ম্যাচের আগে বিশ্রামের দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পর চার দিনের বিরতি পেয়েছে দলটি। অন্যদিকে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র গরমে দুটি ম্যাচ খেলতে হয়েছে লঙ্কানদের, পাশাপাশি আবুধাবি থেকে দুবাই ভ্রমণের ক্লান্তিও সঙ্গে থাকবে।

এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারলে শিরোপার পথে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে বলে আশাবাদী সমর্থকরা।

Powered by Blogger.