জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

মিয়ানমার থেকে পণ্য আড়ালে মাদক পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের জালে আটক ৩


সংবাদ ডেস্ক:

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ তিনজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (তারিখ) ভোরে নাফ নদী সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে নানা পণ্যসামগ্রী আমদানির নামে ইয়াবা ও অন্যান্য মাদক দেশে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে সন্দেহজনক একটি নৌকা আটক করে। এসময় তল্লাশিতে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়, যার আড়ালে মাদক পাচারের প্রমাণ মিলেছে।

অভিযানে জড়িত তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পণ্যসামগ্রীর বিনিময়ে নিয়মিতভাবে মাদক পাচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Powered by Blogger.