জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

আজ শুভ মহালয়া : শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা


হৃদয় দে:

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ রোববার (২১ সেপ্টেম্বর)। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়েই শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা।

শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির কাহিনি ও প্রশস্তি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আজ থেকেই মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন দশভুজা শক্তিরূপে দেবী দুর্গা। শেফালিঝরা ভোরে চণ্ডীপাঠের ধ্বনির সঙ্গে তর্পণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনও অনুষ্ঠিত হয়।

পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব লাভ করেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে সৃষ্টি হন মহামায়া দুর্গা। দেবতাদের প্রদত্ত দশ অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী নয়দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মহালয়াই দুর্গোৎসবের আগমনী বার্তা।

মহালয়া উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মন্দির ও পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা ও চণ্ডীপাঠ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, জগন্নাথ হলসহ বিভিন্ন মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, রামসীতা মন্দির ও জয়কালী মন্দিরেও ভোর থেকেই চলছে মহালয়ার বিশেষ আয়োজন।

শরতের আকাশ-বাতাসে এখন মন্দ্রিত হচ্ছে দেবীর আগমনী সুর— “রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি।”

Powered by Blogger.