রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বাবলু দে: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, দুই নারী ও অটোরিকশার চালক।
শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর রশিদনগরের পানিরছড়া-ভারুয়াখালী সড়কের একটি রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার আতিকুল ইসলাম বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রশিদনগর এলাকায় পৌঁছালে একটি সিএনজি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।”
নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রেলক্রসিংয়ে কোনো গেট বা দায়িত্বপ্রাপ্ত কর্মী না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।