জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলে আবদুল মোনাফের মরদেহ উদ্ধার
নাছির উদ্দিন, কুতুবদিয়া:কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সৈকতে ভেসে আসা একটি মরদেহ শনাক্ত হয়েছে ৫ দিন আগে মহেশখালীর সোনাদিয়ার অদূরে সাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের নিখোঁজ জেলে আবদুল মোনাফ (৩৩) হিসেবে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কৈয়ারবিল বেড়িবাঁধের বাইরে সৈকতে লাশটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।
এর আগে, গত ২৮ জুলাই (সোমবার) মহেশখালীর সোনাদিয়ার অদূরে সাগরে একটি ফিশিং ট্রলার জাহাজের ধাক্কায় ডুবে যায়। ট্রলারটিতে থাকা ৮ জন জেলের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আবদুল মোনাফ ও আলাউদ্দিন নামের দুই জেলে।
উদ্ধার হওয়া মরদেহটি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন এটি নিখোঁজ জেলে আবদুল মোনাফের। মরদেহের পরনে থাকা নেভিব্লু প্যান্ট ও এশ রঙের ফুলহাতা গেঞ্জি এবং শরীরের অবশিষ্ট চিহ্ন দেখে মোনাফের স্ত্রী ও অন্যান্য স্বজনরা তা শনাক্ত করেন।
মোনাফের বোনের স্বামী ও কৈয়ারবিল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. টিটু বলেন, “ভেসে আসা মরদেহটি হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র আবদুল মোনাফ। সে গত সোমবার স্থানীয় নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলো।”
ওসি মো. আরমান হোসেন বলেন, “মরদেহটির মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া গেছে। তবে পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করার পর যথাযথ প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে আলাউদ্দিন। তার সন্ধানে স্থানীয় জেলেরা তৎপর রয়েছে বলে জানা গেছে।