জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

সংবিধান সংশোধন সংসদের বাইরে সম্ভব নয়: আমীর খসরু


সংবাদ ডেস্ক:
সংবিধান সংশোধনের একমাত্র পথ হলো সংসদ—এর বাইরে কোনোভাবেই তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনও আলোচনা হচ্ছে। সংবিধান সংশোধন করতে হলে তা সংসদের মধ্যেই করতে হবে। এবং সেটা করতে হলে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে।”

শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিবর্তন আসতে হবে। সংসদের বাইরে থেকে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে—তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এখন সময়ের দাবি। যত সংস্কারই করি না কেন, যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না। মতপার্থক্যকে সম্মান জানাতে হবে, সহনশীল হতে হবে। এর মাধ্যমেই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”

ঐক্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “অনেকে বলছেন, ৫ আগস্টের পর দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ও চিন্তাভাবনা থাকবে। যেখানে একমত হতে পারবো, সেখানে হবো। আর যেখানে পারবো না, সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং জনগণের সিদ্ধান্ত সংসদে বাস্তবায়ন করতে হবে।”

Powered by Blogger.