জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

ইউক্রেনে ‘টেকসই শান্তি’ চায় রাশিয়া, শর্তে অটল পুতিন


সংবাদ ডেস্ক: 
ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানে ‘দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি’ চায় রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ শান্তির জন্য তিনি রাশিয়ার পূর্বঘোষিত শর্তগুলো অপরিবর্তিত রেখেছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমরা এমন একটি শান্তি চাই যা টেকসই ও মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে এবং উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের দেওয়া শর্তগুলো এখনো একই আছে।”

রাশিয়া এর আগেই ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—নিজেদের অংশ হিসেবে দাবি করেছে, যা ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেয়নি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ বাড়ালেও পুতিন যুদ্ধ বন্ধে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, “আমরা জানি রাশিয়ায় কে সিদ্ধান্ত নেয়। আমরা শীর্ষ বৈঠকে প্রস্তুত।”

জেলেনস্কি আরও অস্ত্র সহায়তা ও নিষেধাজ্ঞা চেয়ে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছেন।

পুতিন আরও জানান, রাশিয়া হাইপারসনিক পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু করেছে। এটি ২০২4 সালে ইউক্রেনের দ্নিপ্রোতে ব্যবহৃত হয় এবং বেলারুশেও তা মোতায়েনের প্রস্তুতি চলছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পারমাণবিক উত্তেজনা বাড়তে থাকলে শান্তি প্রতিষ্ঠা আরও অনিশ্চিত হয়ে উঠবে।

Powered by Blogger.