জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি


খেলার সংবাদ: 
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সমর্থকদের অসদাচরণের দায়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। ক্লাবটিকে ১ লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, যা মূলত মাঠে সমর্থকদের ঢুকে পড়া, আতশবাজি পোড়ানো ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের জন্য।

গত মে মাসে জার্মানির মিউনিখে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। কিন্তু ম্যাচ শেষে হাজারো সমর্থক মাঠে নেমে পড়েন এবং নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে গোলপোস্টের পেছন দিয়ে মাঠজুড়ে ছড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।

পাশাপাশি সমর্থকরা আতশবাজি পোড়ানো, জিনিস নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়ায় বলে অভিযোগ করে উয়েফা। এসব কারণেই শাস্তির মুখে পড়ে পিএসজি।

উয়েফা এক বিবৃতিতে জানায়, এসব কর্মকাণ্ড প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে। এজন্য পিএসজির বিরুদ্ধে অর্থদণ্ড ছাড়াও পরবর্তী এক অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও সেটি দুই বছরের জন্য স্থগিত।

জয়ের আনন্দে এমন অনিয়ন্ত্রিত উদযাপন ফুটবলের সৌন্দর্যকে ম্লান করেছে বলে মনে করছেন সমালোচকরা। উয়েফার শাস্তি পিএসজির জন্য একটি সতর্কবার্তা বলেও মনে করা হচ্ছে।

Powered by Blogger.