জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস


সংবাদ ডেস্ক: 
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন প্রবর্তনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, "পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। কেউ বলবে করব, কেউ বলবে করব না; একপর্যায়ে বলা হবে, এই কারণে নির্বাচন হচ্ছে না। তাই সময় বাড়াতে হবে।"

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "নির্বাচন দিতে এত গড়িমসি কেন? বুঝি না। বিচার বিলম্বিত মানেই বিচার অস্বীকৃত।" নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "আপনারা যে তারিখ ঘোষণা করবেন, তাতেও ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি অনেক সন্দেহ করি।"

দেশবাসীকে ইভিএম পদ্ধতি গ্রহণ করানো যায়নি উল্লেখ করে আব্বাস বলেন, "হাসিনা ইভিএম খাওয়াতে চেয়েছিলেন, দেশের মানুষ গিলেনি। পিআর পদ্ধতিও কেউ গিলবে না।"

অন্তর্বর্তী সরকারকে ‘এনসিপির সরকার’ বলে মন্তব্য করে তিনি বলেন, "সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। এ সরকারের লোকেরা যেখানে যান, সরকারি প্রটোকল পান, সার্কিট হাউস ব্যবহার করেন। অথচ আমরা মন্ত্রী, মেয়র হয়েও পাই না।"

বক্তব্যে তিনি নির্বাচন বিলম্ব, সংখ্যানুপাতিক পদ্ধতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন এবং দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Powered by Blogger.