জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

উখিয়ায় বিজিবির অভিযানে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার


উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে মিয়ানমার দিক থেকে ৭ জন ব্যক্তিকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটে মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কোনো মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Powered by Blogger.