কক্সবাজার জেলা পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ওসি মঞ্জুরুল হক
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জুলাই ২০২৫ শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হন। পুরস্কার হিসেবে তিনি ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন।
গত ১৪ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। সভায় জুলাই মাসের জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে তিনি সকল থানার ওসিদের আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানান।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পূর্ববর্তী সভায় উত্থাপিত সমস্যার সমাধান অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভা শেষে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীসহ বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার।