জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

৩ কোটি টাকার বিল তুলতে গিয়ে দুই শিক্ষার্থী আটক


সংবাদ ডেস্ক:
ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তির (এলজিইডি) অফিসে তিন কোটি টাকার ব্রিজ ও সড়কের কাজের চূড়ান্ত বিল তুলতে গিয়ে দুই শিক্ষার্থী জনতার হাতে আটক হন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এলজিইডি কার্যালয়ে তারা বাগবিতণ্ডায় জড়ালে উপস্থিত বিএনপিপন্থী ঠিকাদাররা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটকরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিরাজুল ইসলাম ও বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী। তারা সাবেক এমপি আমির হোসেন আমুর স্টাফ শাওন খানের পক্ষে বিল তুলতে গিয়েছিলেন। এলজিইডি কর্তৃপক্ষ অভিযোগ করে, তারা নলছিটি উপজেলা প্রকৌশলীকে বিল ছাড়াতে ঘুষের প্রস্তাব দেন এবং দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন।

পরে সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যস্থতায় ‘ভুল বোঝাবুঝি হয়েছে’ মর্মে মুচলেকা দিয়ে রাতে তারা ছাড়া পান। প্রকৌশলী ইকবাল কবীর জানান, প্রকৃত ঠিকাদার ছাড়া বিল ছাড়তে অস্বীকৃতি জানানোয় শিক্ষার্থীরা তাকে হয়রানি করে আসছে।

Powered by Blogger.