পাঁচ দশকের বেশি সময় পরেও কাঙ্ক্ষিত বিজয়ের লড়াই চলমান- বিজয় দিবসে ছাত্র ইউনিয়ন
সংবাদ ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে কক্সবাজারের পুরাতন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদ।
এসময় বাংলাদেশ যুব ইউনিয়ন, খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও শপথবাক্য পাঠ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল কেবল ভৌগোলিক স্বাধীনতার সংগ্রাম নয়; এটি ছিল শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও নিপীড়নের বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণআন্দোলন। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, কিন্তু আজ স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরও সেই চেতনা নানাভাবে ক্ষুণ্ন ও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের অর্জন আজ কর্পোরেট লুণ্ঠন, বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থা, সাম্প্রদায়িক রাজনীতি ও কর্তৃত্ববাদী শাসনের চাপে বিপন্ন। শিক্ষা ব্যবস্থার পণ্যীকরণ, ক্রমবর্ধমান বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ থেকে রাষ্ট্র ক্রমেই সরে যাচ্ছে। বাংলাদেশের মানচিত্রের যেদিকে তাকাই প্রায়শই দেখা মেলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা হচ্ছে, প্রতিনিয়ত দেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলতে বসেছে যা পরাধীনতার শিকল ভাঙার স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করে। আমরা চাই এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লালন করুক, বুকে ধারণ করুক শহীদদের আত্মত্যাগের সেই আপোষহীনতার দৃঢ়টা। তাই এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে এদেশের ছাত্র-তরুণদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় ছাত্রসমাজ ছিল আন্দোলন ও প্রতিরোধের অগ্রভাগে। আজও ছাত্রসমাজকে সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। বাণিজ্যিক শিক্ষা, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কেবল একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই জাতি মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ ও স্বাধীনতার সত্যিকারের স্বাদ গ্রহণ করতে পারবে।
মহান বিজয় দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদ মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঘোষণা করছে- মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
