কক্সবাজারে বিওএ’র সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ইনানীতে বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভাপতি তার বক্তব্যে বিভিন্ন স্থান থেকে আগত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, দক্ষ ও সক্ষম জাতি গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস ও ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি টাকার বাজেটও গৃহীত হয়। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ’র এফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়।
পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়। সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং দেশের ক্রীড়াঙ্গনের ধারাবাহিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সাবেক সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
.jpeg)