জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

চিরিঙ্গা মাতামুহুরী সেতুতে স্থায়ী লাইটিং ব্যবস্থার দাবি


তানবীরুল ইসলাম, চকরিয়া:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল চিরিঙ্গা মাতামুহুরী সেতুতে রাতের বেলায় চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী লাইটিং ব্যবস্থা স্থাপনের দাবি উঠেছে। এ লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক ভোরের ডাক এর চকরিয়া উপজেলা সংবাদদাতা সাঈদী আকবর ফয়সাল তার আবেদনে উল্লেখ করেন, ২০২১ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিরিঙ্গা মাতামুহুরী সেতুটি ৩২১ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রশস্ত ছয় লেনবিশিষ্ট একটি আধুনিক অবকাঠামো। দক্ষিণাঞ্চলমুখী হাজারো যানবাহন ও যাত্রী প্রতিদিন এই সেতু ব্যবহার করে চলাচল করেন।

তবে সেতুর ওপর এবং দুই পাশের এপ্রোচ সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে ডুবে থাকে। অভিযোগ রয়েছে, এই অন্ধকার ও নির্জন পরিস্থিতির সুযোগ নিয়ে গত চার বছরে সেতু ও আশপাশের এলাকায় একাধিক ছিনতাই ও অপরাধমূলক ঘটনা ঘটেছে। এতে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের দাবি, জাতীয় মহাসড়কের এমন একটি গুরুত্বপূর্ণ সেতুতে আলো না থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তারা দ্রুত স্থায়ী ও আধুনিক লাইটিং ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সেতু ও এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে গুরুত্বপূর্ণ এই সেতুটি নিরাপদ ও জনবান্ধব হয়ে ওঠে।

Powered by Blogger.