মিথ্যা ধর্ষণ মামলার বাদী খুরুশকুলের দীপু রানী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় বাদী দীপু রানী শীল (৪৬) কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের হাসপাতাল সড়কের পুরাতন শেভরন পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খুরুশকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত অজিত শীলের স্ত্রী।
পুলিশ জানায়, আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীপু রানীকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুরুশকুল ইউনিয়নের শীলপাড়ায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ সুনীল শীল (৬০) এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধর্ষণ মামলা সাজানো হয়। অভিযোগ আছে, সবুজ কান্তি শীলের নেতৃত্বে কয়েকজন সহযোগী মিলে নারীকে একটি নির্মাণাধীন ভবনে পাঠিয়ে ধর্ষণের নাটক সাজানোর চেষ্টা করেন। পরে সুনীল শীলকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় দীপু রানী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ধর্ষণের মামলা (নম্বর–৩৯) দায়ের করেন।
মামলাটি পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হয়। তদন্তের অংশ হিসেবে ভিকটিম সুমি শীলকে প্রতিবন্ধী হিসেবে দেখানো হলেও আদালতের নির্দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষায় তার শারীরিক অবস্থা স্বাভাবিক পাওয়া যায়। বিচারিক ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার সুমির জবানবন্দি রেকর্ড করেন, যেখানে সে জানায় ধর্ষণের অভিযোগ সত্য নয়। একইসঙ্গে তিন দফা পুলিশি তদন্তেও মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। সবকিছু পর্যালোচনা করে ট্রাইব্যুনাল সুনীল শীলকে মামলার দায় থেকে অব্যাহতি দেন এবং মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ভুক্তভোগী সুনীল শীল জানান, জীবনের এই বয়সে এমন মিথ্যা ধর্ষণ মামলার শিকার হতে হবে এটা কখনো ভাবিনি। তাকে হেয় করার জন্য নিজের মেয়েকেই ব্যবহার করে এমন কল্পকাহিনী সাজানো হয়েছে। শারীরিক হামলার পাশাপাশি সামাজিকভাবেও তার মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আদালতের ন্যায় বিচার তার ওপর আস্থা বৃদ্ধি করেছে এবং ইতোমধ্যেই মানহানির মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, সুনীল শীল এলাকায় একজন সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ বা মামলা নেই। জমি সংক্রান্ত বিরোধের কারণে তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে।
গ্রেফতার হওয়া দীপু রানী শীলকে দ্রুত আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওয়ারেন্ট তামিলকারী পুলিশ কর্মকর্তা। আদালতের নির্দেশে মিথ্যা মামলা দায়েরকারী অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
.png)