মাদকের টাকার জন্য মা-বাবার ওপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী
সংবাদ ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মা-বাবার ওপর নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে প্রকাশ্যে শাস্তি দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে, যেখানে দেখা যায় যুবকটিকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম মো. খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত খলিলুর তার মা-বাবাসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
প্রতিবেশীরা জানান, মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই খলিলুর তার বৃদ্ধ মা–বাবাকে মারধর করতেন। শনিবার সকালে মাদক কেনার জন্য টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে খলিলুর ইট দিয়ে তার মায়ের পা থেঁতলে দেন। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখে। কিছুক্ষণ পর তাকে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী মা খোদেজা বেগম বলেন, মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন তার জীবনের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার পুত্রবধূ ৯ মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। এলাকাবাসীরাও দীর্ঘদিন ধরে খলিলুরের আচরণে বিরক্ত ও ক্ষুব্ধ ছিলেন বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে,আইন নিজের হাতে তুলে নেওয়া কি কোনো সমাধান হতে পারে? একদিকে মাদকের ভয়াবহতা ও পারিবারিক সহিংসতার বাস্তব চিত্র, অন্যদিকে গণশাস্তির মাধ্যমে বিচার করার প্রবণতা দুটিই সমাজের গভীর সংকটকে সামনে এনে দিয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে এই ঘটনার মধ্য দিয়ে মাদকাসক্তি, পারিবারিক নিরাপত্তা ও আইনের কার্যকর প্রয়োগ নিয়ে নতুন করে অনুসন্ধানের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।
