সুপারি চুরি করতে গিয়ে বাবা–ছেলে কারাগারে
সংবাদ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগর্দি গ্রামে সুপারি চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বাবা–ছেলে। রোববার ভোররাতে ঘটনাস্থল থেকে চার বস্তা সুপারিসহ ধরা পড়েন আবদুল মতিন (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ হোসেন (২৮)। পরে গ্রামবাসী তাঁদের পুলিশে সোপর্দ করে। দুপুরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির সুপারি চুরি হয়ে আসছিল। ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, রাতে ঘরের ছাদে সুপারি শুকাতে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ভোররাতে শব্দ পেয়ে তাঁর মা সন্দেহ করে ডাক দিলে তিনি বাইরে এসে চার বস্তা সুপারিসহ মতিনকে হাতে নাতে আটক করেন। এরপর গ্রামবাসী এগিয়ে এসে মতিনের ছেলে জিহাদকেও আটক করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী বলেন, বাবা–ছেলের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ নতুন নয়। গ্রামের আরও কয়েকজনের গাছ থেকেও তাঁদের চুরির অভিযোগ রয়েছে। গ্রামে ধারাবাহিক চুরি বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।
আটক আবদুল মতিন বলেন, “কোনো কাজ পাই না। তাই ছেলেকে নিয়ে চুরি করতে এসেছিলাম। ভুল হয়েছে। আর কখনো এমন করব না।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, সুপারি চুরির অভিযোগে গ্রামবাসীর হাতে আটক বাবা–ছেলেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রামবাসী আশা করছেন—এই ঘটনার পর এলাকায় চুরির প্রবণতা কমবে এবং পুলিশ নজরদারি বাড়াবে।
সৃত্র: যুগান্তর
