শুটিং করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন
সংবাদ ডেস্ক:
শীত নিবারণের দৃশ্য ধারণ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্টক্রিয়েটর আল আমিন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দারিয়াপুর মোড় এলাকায় শুটিং চলাকালে আগুনে দগ্ধ হন তিনি। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আল আমিনের ঘনিষ্ঠ সহকর্মী কন্টেন্টক্রিয়েটর ওয়াসিকুর রবিন জানান, দুর্ঘটনায় আল আমিনের পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তার ক্ষতচিহ্ন আরও স্পষ্ট হওয়ায় দ্রুত ঢামেকে পাঠানো হয়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আরেক শুভাকাঙ্ক্ষী জিকু সরকার বলেন, “আল আমিন ভাইয়ের শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।”
ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত জনপ্রিয় আল আমিনের একটি আইডিতেই ফলোয়ার সংখ্যা ৪.৬ মিলিয়ন। দুর্ঘটনার আগের দিনই জীবনের ঝুঁকি নিয়ে শুট করা ভিডিওটি তিনি শনিবার সকাল ১০টা ৩১ মিনিটে ফেসবুকে আপলোড করেন। ভিডিওর ক্যাপশনে লিখেন—“এমন ভিডিও করা থেকে সবাই সতর্ক থাকবেন।” ভিডিওটি আপলোড হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ৪৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, দুই হাজারের বেশি মন্তব্য ও শতাধিক শেয়ার হয়।
সহকর্মী কন্টেন্টক্রিয়েটর হারুন মিয়া বলেন, আল আমিন অত্যন্ত পরিশ্রমী ও সৃজনশীল একজন নির্মাতা। মানুষের বিনোদনের জন্য ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়েই আজ তিনি বিপদের মুখে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অবসর সময়ে বিনোদনমূলক ভিডিও বানালেও সামাজিক সেবামূলক কাজেও সক্রিয় আল আমিন (৩৮) ময়মনসিংহের বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মনহর আলীর ছেলে। ভিডিও থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ তিনি প্রতিবছর ঈদে দরিদ্র মানুষের খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তায় ব্যয় করেন। অসহায় পরিবারকে ঘর তৈরি করে দেওয়া, দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা—এসব কাজের জন্য স্থানীয়ভাবে তিনি পরিচিত।
পরিবার, ভক্ত এবং সহকর্মীরা আশা করছেন—জনপ্রিয় এই কন্টেন্টক্রিয়েটর দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন।
.png)