কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ আল সাবিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সামনে আজম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা মো. হোছাইনের পুত্র।
উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে সড়কে হঠাৎ দুর্ঘটনার শিকার হয় ছোট্ট আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।