জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

কক্সবাজার সিটি সেন্টারে চুরির ঘটনায় ৬৫টি মোবাইলসহ কুমিল্লায় গ্রেফতার ১


সংবাদদাতা: 

কক্সবাজার শহরের সিটি সেন্টার থেকে সংঘবদ্ধভাবে সংঘটিত দুর্ধর্ষ মোবাইল চুরির ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের হোটেল মিয়ামি–৩ থেকে চোরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৬৫টি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হামিদুল হক। তিনি বলেন, “সংঘবদ্ধ চোরের সংখ্যা ছিল তিনজন। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে অন্য দুইজন পালিয়ে গেছে। আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকারোক্তি পাওয়া গেছে।”

পুলিশ সূত্রে জানা যায়, সিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি দোকান থেকে কয়েক দিন আগে এই মোবাইল চুরি হয়। চোরচক্রটি পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Powered by Blogger.