জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযান আটক করল ইসরায়েল


আন্তর্জাতিক সংবাদ:

গাজা উপত্যকার উদ্দেশ্যে যাওয়া মানবিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সবকটি নৌযান আটক করেছে ইসরায়েলি সেনারা। মোট ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বহরে বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও প্রতিনিধি ছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।” আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়।

ফ্লোটিলা ট্র্যাকার অনুযায়ী, বুধবার রাতে কয়েকটি নৌযান আটক করার পর বৃহস্পতিবার বাকি জাহাজগুলো আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত সুইডিশ জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। আটক জাহাজগুলো ইতোমধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছেছে, যা গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

তবে বহরের একটি নৌযান এখনও আটক হয়নি। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সেটিও যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে আটক করা হবে।

এই বৈশ্বিক মানবিক উদ্যোগে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিকরা।

সূত্র: সিএনএন।

Powered by Blogger.