জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

মহাষ্টমীতে ভক্তদের ঢল, উৎসবমুখর কক্সবাজার


হৃদয় দে:

আজ সোমবার, শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। ভোর থেকে কক্সবাজার শহরসহ জেলার রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী ও চকরিয়ার পূজামণ্ডপগুলোতে ভক্ত-শুভার্থীদের উপচেপড়া ভিড়। 

শহরের কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল থেকেই ভক্তরা দেবীর আরাধনায় মগ্ন ছিলেন। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ফুল, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার কাছে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, এ বছর জেলায় ৩১৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে পূজার্চনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে।

পূজামণ্ডপ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

ভক্তদের বিশ্বাস, মহাষ্টমীর দিনে দেবী দুর্গার আরাধনায় অংশ নিলে জীবনের অশুভ শক্তি দূর হয় এবং সংসার-সমাজে শান্তি নেমে আসে।

আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

Powered by Blogger.