জামায়াতের ২য় ধাপের ১২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা: পিআর-ভিত্তিক নির্বাচনের দাবি
সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ জটিল পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপের ১২ দিনব্যাপী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পার্টির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আন্দোলনের প্রতিফলন না থাকায় সরকারকে তাদের দাবিগুলো পূরণে বাধ্য করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যদি সরকার দাবি উপেক্ষা করে তবে জনগণ ন্যায্য দাবির বাস্তবায়নের জন্য রাজপথে নামতে বাধ্য হবে—এমন ইঙ্গিত দেন তিনি।
জামায়াত ঘোষিত কর্মসূচির মূল উদ্যোগগুলো—১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ। ১০ অক্টোবর ঢাকায় এবং বিভাগীয় মোট শহরগুলোতে সমান্তরাল গণমিছিল। ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দাবি সুনামেই গ্রহণ না করলে আন্দোলন শান্তিপূর্ণ হলেও তীব্র হবে। তিনি দলের কর্মসূচি পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জামায়াতের এই কর্মসূচি আগামী নির্বাচনী প্রক্রিয়া, পিআর বিতর্ক ও রাজনৈতিক জোটগত সামগ্রিক পরিস্থিতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। এখানকার নিয়ন্ত্রক ও নিরাপত্তা বাহিনী কর্মসূচি নজরদারিতে রাখার সম্ভাবনা রয়েছে।