আজ শুভ জন্মাষ্টমী:দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজ
আজ শুভ জন্মাষ্টমী, সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দিনটি উপলক্ষে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ–উৎসব ও নানা আচার–অনুষ্ঠান। সরকারি ছুটির দিনে রাজধানীসহ সারাদেশে পূজা, শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালনই ছিল তাঁর জীবনের মূল ব্রত। সত্য, ন্যায় ও মানবকল্যাণের জন্য তাঁর শিক্ষা আজও প্রাসঙ্গিক।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্র ও সমাজজুড়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তাঁর আদর্শ সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করবে।” তিনি সবাইকে সতর্ক করে দেন যাতে কোনো অপশক্তি সমাজের ঐক্য ও সম্প্রীতি নষ্ট করতে না পারে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রগুলোও প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা, যেখানে উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধানরা। সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এসব আয়োজনের দায়িত্ব পালন করছে।
ভক্তদের অংশগ্রহণে রাজধানীসহ সারাদেশে চলছে জন্মাষ্টমীর উৎসব। ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শকে স্মরণ করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।