চকরিয়ায় গৃহবধূ নির্যাতন মামলায় ব্যাংক কর্মকর্তা স্বামীসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় ফারহানা মালেক রেসমি নামে এক গৃহবধূকে দীর্ঘদিন শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—চকরিয়া ডুলাহাজারা ৩ নম্বর ওয়ার্ড চা বাগান এলাকার বাসিন্দা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের কক্সবাজার শাখার কর্মকর্তা আলী আজগর এবং তার বোনের জামাই রফিক আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
মামলার বাদী ফারহানা মালেক রেসমি জানান, ইসলামী শরিয়ত অনুযায়ী আলী আজগরের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে ও যৌতুকের দাবিতে স্বামী আলী আজগর তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।
তিনি অভিযোগ করেন, সর্বশেষ গত ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে শাশুড়ির বাড়িতে স্বামী আলী আজগর, তার বোনের জামাই রফিক আহমেদ, ভাই আলী আজম, কামাল উদ্দিন ও মোস্তফা বেগম মিলে তাকে বেধড়ক মারধর করেন। এ সময় গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়। পরে তার স্বর্ণালংকার ও ১২ লাখ টাকা লুট করে নেয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নির্যাতনের মামলায় এজাহারনামীয় দুই আসামি আলী আজগর ও রফিক আহমেদকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।