জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে বাংলাদেশ পুরোনো সংকটে ফিরবে: ড. মুহাম্মদ ইউনূস


সংবাদ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণঅভ্যুত্থানে প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরোনো সংকটে ফিরে যাবে। তার মতে, শুধু নির্বাচন আয়োজন করলে তা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনঃপ্রবর্তনের ঝুঁকি তৈরি করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ)-কে দেওয়া মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই আমাদের অন্যতম লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয়।”

নির্বাচন ও সংস্কারের ক্রম প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “যদি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার ও বিচারের প্রয়োজনীয়তা বাদ পড়ে যাবে। নির্বাচনের পর সব ক্ষমতা নির্বাচিতদের হাতে চলে যাবে, আর সংস্কার বা বিচার ছাড়া তা আমাদের পুরোনো সমস্যায় ফিরিয়ে নেবে।”

তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন শেষে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই তাদের। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতির প্রত্যাশা পূরণ করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। এজন্য সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার সরকার আগ্রহী। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে একীভূত করে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Powered by Blogger.