জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সেমিনার ২৫ আগস্ট


সংবাদ ডেস্ক:

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার প্রেক্ষাপট ও চলমান সংকট নিয়ে এই সেমিনারে গভীর আলোচনা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন। সম্ভাব্যভাবে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার ইতিহাস, তাদের মানবিক সংকট, সামাজিক-অর্থনৈতিক প্রভাব, নিরাপত্তা ও পরিবেশগত চ্যালেঞ্জ—সবকিছুই এই সেমিনারে আলোচনার কেন্দ্রবিন্দু হবে। অংশগ্রহণকারীরা রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় এবং টেকসই সমাধানের পথ খুঁজতে মতবিনিময় করবেন। এতে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা, মানবাধিকার কর্মী, গবেষক ও নীতিনির্ধারকসহ প্রায় অর্ধশতাধিক আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন, যারা প্রত্যেকে নিজ নিজ অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরবেন।

শফিকুল আলম আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউইয়র্কে আরেকটি বড় সেমিনার হবে, যেখানে মালয়েশিয়া ও ফিনল্যান্ড সহযোগী দেশ হিসেবে কাজ করবে। এছাড়া কাতারের দোহাতেও রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের আরেকটি সেমিনারের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Powered by Blogger.