কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ বদলি, অব্যবস্থাপনার অভিযোগে ক্ষুব্ধ পৌরবাসী
সংবাদ ডেস্ক: আওয়ামী সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌরসভায় নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের।
পৌরবাসীর অভিযোগ, পানির সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক মেরামতসহ সাধারণ নাগরিক সেবাগুলো দিনের পর দিন উপেক্ষিত থেকেছে। অধিকাংশ ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। উন্নয়ন তো দূরের কথা, মৌলিক পরিষেবাগুলোতেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
সাম্প্রতিক সময়ে নাগরিক সেবার চরম অবনতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পৌরসভার স্থায়ী বাসিন্দারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা দাবি জানান রুবাইয়া আফরোজকে অপসারণ করে একজন দক্ষ প্রশাসক নিয়োগ দেওয়ার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আলোচিত ও সমালোচিত এ পৌর প্রশাসককে সম্প্রতি কক্সবাজার থেকে সরিয়ে আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে বদলি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
পৌরবাসী এ সিদ্ধান্তকে স্বস্তিদায়ক মনে করলেও অনেকেই বলছেন, প্রশাসকের দায়িত্বে থেকে তিনি যেভাবে নাগরিক সেবাকে উপেক্ষা করেছেন, তার দায় সরকারের সংশ্লিষ্ট মহলকেও নিতে হবে। পাশাপাশি তারা ভবিষ্যতে পৌরসভার দায়িত্বে আরও যোগ্য ও জনবান্ধব কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন।