পেকুয়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় যৌথ অভিযানে দেশীয় তৈরি অস্ত্রের অংশসহ মো. আজিজ উদ্দিন সিকদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি এলজি বাটের অংশবিশেষ (ব্যারেল ছাড়া) উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “দেশীয় অস্ত্র বহনের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত যুবকের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান ও অভিযান চলমান রয়েছে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
পুলিশ ও সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।
