সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়নের আহবান
কক্সবাজার এবি পার্টির
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা
বাবলু দে : কক্সবাজারে আমার বাংলাদেশ-(এবি পার্টির) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২মে দলটির জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এবি পার্টির
জেলা সভাপতি ও কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এড. এনামুল হক সিকদারের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক ও নারী-শিশু নির্যাতন
দমন ট্রাইবুনালের এপিপি এড. আবু মুছা মোহাম্মদ, শহর শাখার আহবায়ক রফিক আহমদ ডালিম,
যুগ্ম আহবায়ক এড. সালাহউদ্দীন, রামু উপজেলা শাখার সদস্য সচিব মোক্তার আহমদ, জেলা এবি
পার্টির নেতা ও লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এড. শাহাব উদ্দীন, জেলা যুব পার্টির আহবায়ক ইকবাল হোসেন খোকা ও জেলা
ছাত্রপক্ষের আহ্বায়ক মোশাররফ হোসেন তাজমান।
এ সময় দলের
সভাপতি উপস্থিত নেতৃবৃন্দকে সংগঠনের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়নের
আহবান জানিয়ে বলেন সকলকে আমার বাংলাদেশ পার্টির পতাকাতলে যুক্ত হয়ে সম্প্রীতি ও বৈষম্যহীন
সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা
বলেন, ভবিষ্যতে পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের মতো কোনোভাবে যেন স্বৈরাচার ও পরিবারতন্ত্র
পুনর্বাসিত না হয় সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সাথে যেখানে শোষণ, নিপীড়ন ও অধিকার হরণ হবে
সেখানে এবি পার্টি জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
জেলা যুব পার্টির
আহবায়ক নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবি পার্টির জেলা, শহর,
উপজেলাসহ যুব পার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।