মহেশখালী-কক্সবাজার নৌ-ঘাটে যাত্রীসেবায় ড্রাইভারদের পুরস্কারের ঘোষণা



বাবলু দেঃ

মহেশখালী-কক্সবাজার নৌ-পারাপার ঘাটে দায়িত্বরত ড্রাইভারদের জন্য অস্ট্রেলিয়া প্রবাসী ও তরুণ মানবিক সংগঠক ফয়সাল আমিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যারা যাত্রীদের সঙ্গে ভদ্র ও সদয় ব্যবহার করবেন এবং সর্বোচ্চ সেবার মান বজায় রাখবেন, তাদের বছরে দু’বার পুরস্কৃত করা হবে।

মূলত দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দাদের চিকিৎসাআদালত ও জেলা প্রশাসনের কার্যক্রমসহ অধিকাংশ সরকারিবেসরকারি সেবা নিতে সাগর পাড়ি দিয়ে কক্সবাজার জেলা সদরে যেতে হয়। এর মধ্যে গত ১৫ বছর ধরে বিভিন্ন জরুরী প্রয়োজনে একটি বড় সংখ্যক বাসিন্দাকে প্রায় প্রতিদিন কক্সবাজারে সদরে যেতে হয়। কিন্তু এই যাতায়াতে নৌ ঘাটের যন্ত্রণায় এক সীমাহীন দুঃখ বয়ে বেড়াতে হচ্ছে এই দ্বীপের বাসিন্দাদের।

বোটের জন্য জেটিতে দীর্ঘ অপেক্ষাবোটে উঠতে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতারোগী পারাপারে প্রতিবন্ধকতানড়বড়ে জেটিনাব্যতা সংকট ঝড়বৃষ্টির ভোগান্তি এবং জেটিতে রিকশা চালকদের দৌরাত্ম্যে মহেশখালীর চার লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই।

এই ঘাটে যাত্রীদের দুর্ভোগ যখন চরমে ঠিক তখনই মানবিক তরুণ সংগঠক ফয়সাল আমিনের এমন ঘোষণা  প্রসংশায় ভাসছে। ঘাট ব্যবস্থাপনায় এমন মানবিক ও উৎসাহমূলক কার্যক্রম যাত্রীসেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের।

 তিনি জানান, যারা আমাদের যাত্রাপথকে নিরাপদ ও স্বস্তিকর করেন, তারা প্রাপ্য সম্মান ও প্রেরণার দাবিদার। ঘোষণা শুধু পুরস্কারেই সীমাবদ্ধ নয়। যেকোনো বিপদে ড্রাইভারদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

এই ঘোষণায় ড্রাইভারদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

Powered by Blogger.