কালারমারছড়ায় রাতের আঁধারে বাড়িতে ঢুকে এক বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ

নিহত আবুল হোসেন (৫০)


মহেশখালীর কালারমার ছড়ার রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে আবুল হোসেন নামে (৫০) এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের হোসেন বহদ্দার ও তার লোকজনের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ খুনের ঘটনা বলে নিহতের পরিবারের দাবি।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি- নিহত আবুল হোসেন ও হোসেন বহদ্দারের মধ্যে জমি সংক্রান্ত বিরেধ চলে আসছিলো দীর্ঘদিন থেকে। সম্প্রতি এ বিরোধ কঠোর আকার ধারণ করে। বিরোধের জের ধরে ভোররাতে একদল লোক সশস্ত্র অবস্থায় আবুল হোসেনের বাড়িতে গিয়ে বাড়ি থেকে ডেকে কাছ থেকে গুলি করে তাকে গুরুতর আহত করে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান- ঘটনার সময় ওই এলাকায় একাধিক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে তাকে উদ্ধার করে পাশের বদরখালীর একটি ক্লিনিকে নিয়ে যায়, অবস্থা গুরুতর হলে তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোহাম্মদ হোসেন দাবী করেন, জায়গা সম্পত্তির বিরোধ থেকে প্রতিপক্ষ হোসেন বহদ্দার, সোলেমান, লোকমান, ফরিদুল আলম, মঞ্জুর আলমের সঙ্গবদ্ধ দল বাড়িতে ঢুকে তার ভাই আবুল হোসেন কে গুলি করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তি খুনের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।  ঘটনায় কারা জড়িত এবং কেনো এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনায় হত্যার সুষ্ঠু বিচারের দাবী করেন নিহতের পরিবার।


Powered by Blogger.