কুতুবদিয়ায় নৌ-বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় নৌ বাহিনীর অভিযানে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নৌ বাহিনী সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে অভিযান চালিয়ে ১ টি এক নলা বন্ধুক, ১ টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কুতুবদিয়া থানা ওসি মু, আরমান হোসেন জানান, ১ টি এক নলা বন্ধুক, ১ টি শর্টগান ও ৬ রাউন্ড তাজা গোলা থানায় জামা দিয়েছেন। তবে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন।