কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যহাতির আক্রমণে গুরুতর আহত আনোয়ারা বেগম (৫২) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী বিটের মোজাহেরঘোনা এলাকায় তিনি বন্যহাতির আক্রমণের শিকার হন। সেসময় বর্গা জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।
আনোয়ারা বেগমের বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, আনোয়ারা বেগম অন্যের জমিতে কাজ করতেন। ওই দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির হামলার শিকার হন তিনি। ভুক্তভোগীর পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।