সাহিত্যিক-শিক্ষাবিদ মোহীত উল আলমের ৭২তম জন্মবার্ষিকী আজ
সাহিত্যিক ও শিক্ষাবিদ মোহীত উল আলমের আজ ৭২তম জন্মবার্ষিকী। তাঁর জীবন বহুবিধ ও বিচিত্র সৃষ্টিকর্মে আলোকিত। তিনি পেশায় আপাদমস্তক শিক্ষক। নেশায় পুরোদস্তুর লেখক। যিনি জ্ঞানে, প্রজ্ঞায়, সৃষ্টিশীলতায় ধারণ করেছেন বাঙালি মনীষা।
মোহীত উল আলমের সৃষ্টি জগত বিশাল এবং বহুমাত্রিক। তিনি রচনা করেছেন কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ-নিবন্ধ। বিশেষত শেক্সপিয়ারের জীবনব্যাপী ধ্যানের সারথি। শেক্সপিয়ার-গবেষণাকে তিনি নিয়ে গেছেন নতুন এক এষণার পরিধিতে। এ কারণে শেক্সপিয়ার বিশেষজ্ঞ হিসেবে তাঁর ব্যক্তিক অধিক সুবিদিত। তেমনি নজরুল গঠন ও গবেষণার ক্ষেত্রেও তিনি সমান মনোযোগী ও পরিশ্রমী। সময়নিষ্ঠতা, তীব্র রসবোধ, পরিপাটি গুণ ও অপূর্ব রূপ-মাধুর্যের ব্যক্তিত্ব মোহীত উল আলম সবার কাছেই অন্যরকম আগ্রহের জায়গা।