বিজয় দিবসে অদিতির নতুন গান এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার শিরোনামের নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী অদিতি বড়ুয়া। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় ১৬ ডিসেম্বর বুধবার থেকে শোনা যাচ্ছে গানটি।
গানের কথা লিখেছেন কক্সবাজারের অনন্য সংগীতশিল্পী,একাত্তরের কন্ঠ সৈনিক শিল্পী প্রবীর বড়ুয়া, যন্ত্র সংগীতে ছিলেন শিল্পী মুজিবুর রহমান সংগীতায়োজনে ছিলেন লিখন পাল।
সংগীতশিল্পী অদিতি বড়ুয়া বলেন, আমি বাংলাদেশের মেয়ে। মুক্তিযুদ্ধ আমার অস্তিত্ব এবং বিশ্বাসে। গানটি আমার কাছে দেশাত্মবোধের কারণে এবং আমার বাবার নিজের লেখা গান হিসেবে গুরুত্বপূর্ণ। আমি নিভৃতে বেশ কদিন গানের সুর করার চেষ্টা করছি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এই গানটি আমার প্রথম উপহার শ্রোতাদের কাছে। আনন্দিত নিজের ভালো লাগার একটি কাজ করতে পেরে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য শিল্পী অদিতি বড়ুয়া কক্সবাজার প্রতিথযশা শিল্পী এবং একাত্তরের রণাঙ্গনের শব্দ সৈনিক প্রবীর বড়ুয়া'র সন্তান। অদিতি দীর্ঘদিন ধরেই কক্সবাজারে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন। অদিতি পেশায় একজন শিক্ষক। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
