ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কুতুবদিয়ার ১৫ জেলে আটক
সংবাদ ডেস্ক:
কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১৫ জন জেলেকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক জেলেরা সবাই ‘এম.বি. আল্লাহ মালিক’ নামের একই ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন।
আটক জেলেরা হলেন—ফয়েজ (৩১), আব্দুর রাজ্জাক (৪৪), বেনু বাঁশি জল দাশ (৬২), মোস্তাক আহম্মদ (৫৩), নাজিম উদ্দীন (২৬), আব্দুল আলিম (৪৮), শিপংকর দাশ (২০), শামীম উদ্দিন (৪৪), লিবজল দাশ (১৩), সর্বানন্দ জল দাশ (৩৭), সম্রাজ দাশ (৩৩), মো. কাইছার (৪২), নিব জল দাশ (৪১), আব্দু ছালাম (৪৩) ও আইয়ুব খান (২০)।
এ ঘটনায় জেলেদের পরিবারগুলোতে চলছে কান্না ও উদ্বেগ। শিপংকর দাশের মা নয়ন রানী দাশ বলেন, বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই তার মেঝ ছেলে পরিবারের হাল ধরে। এখন ছেলেকে আটক হওয়ার খবর শুনে তিনি শোকে পাথর হয়ে আছেন। একইভাবে বেনু বাঁশি জল দাশের স্ত্রী বিপু রানী, লিবজল দাশের মা নেভী রানীসহ অন্যান্য স্বজনরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ট্রলার মালিকের ভাতিজা জিয়া উদ্দিন জানান, আটক জেলেদের মুক্তি ও ট্রলার উদ্ধারের জন্য জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। এরপর স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হবে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা বলেন, আটক জেলেদের পরিচয় নিশ্চিত করতে নথি সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পৃথক ঘটনায় এ পর্যন্ত কুতুবদিয়ার মোট ৫৬ জন জেলে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।
.webp)