জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

গোপনে জামিন পেলেন ছোট সাজ্জাদ দম্পতি


সংবাদ ডেস্ক:

চট্টগ্রামের ওয়াসিমসহ চারটি পৃথক হত্যা মামলায় গোপনে দুই দিনে জামিন পেয়েছেন আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না। তবে একাধিক গুরুতর মামলায় তারা এখনো অভিযুক্ত থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না। ছোট সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা, যার মধ্যে চট্টগ্রামের জোড়া খুন ও প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত হত্যাকাণ্ডও রয়েছে। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা বিচারাধীন।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, কারাবন্দি অবস্থায় চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাজ্জাদ ও তামান্না এবং সেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানায় দায়ের করা দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট তাদের জামিন দেন। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলাতেও এ দম্পতিসহ তিনজন জামিন পান। পরে ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায়ও তারা জামিন লাভ করেন। চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

যদিও ১৫ ও ২২ সেপ্টেম্বর জামিনের আদেশ দেওয়া হয়, তবে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর। এসব জামিননামা চট্টগ্রাম আদালতে পৌঁছায় প্রায় আড়াই মাস পর, ৮ ডিসেম্বর।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে বর্তমানে ১৬টি মামলার তথ্য রয়েছে, যার মধ্যে তিনটি মামলায় হাইকোর্টের জামিননামা এসেছে। তার স্ত্রী তামান্নার চারটি মামলায় জামিননামা পাওয়া গেছে। ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে থাকায় সংশ্লিষ্ট কাগজপত্র সেখানে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীতে ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত এবং তাকে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

Powered by Blogger.