প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাঙ্গেরিতে বিক্ষোভ
সংবাদ ডেস্ক:
কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের পদত্যাগের দাবিতে উত্তাল হাঙ্গেরি। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিরোধীদলীয় নেতা পিটার ম্যাগিয়ারে নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন তীব্র শীত উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা, তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার। অনেকেই আবার এসেছিলেন শিশুদের খেলনা নিয়ে-প্রতীকী প্রতিবাদ জানাতে।
চলতি সপ্তাহে বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারের কর্মীদের শিশুদের শারীরিক নির্যাতনের ভিডিও প্রকাশের পর এই বিক্ষোভ শুরু হয়। সংশোধনাগারের পতিতাবৃত্তি চালানো এবং তরুণদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার করার মতো অপরাধের সন্দেহে কেন্দ্রের প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে তদন্ত করছেন প্রসিকিউটররা।
এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এছাড়াও, হাঙ্গেরির পাঁচটি কিশোর সংশোধনালয়কে গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার। মূলত সংশোধনাগারের শিশুদের ওপর বেশ কয়েকবার নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটায় একে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন দেশের জনগণ। গেল ১৫ বছরের শাসনামলে এরচেয়ে বড় গণবিক্ষোভ দেখেনি ভিক্টর অরবানের সরকার। আগামী এপ্রিলে হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছর হাঙ্গেরির একটি এতিমখানায় শিশু যৌন নির্যাতনকারীর সহযোগিকে ক্ষমা করার কারণে দেশটির রাষ্ট্রপতি, ক্যাটালিন নোভাক এবং বিচারমন্ত্রী, জুডিট ভার্গ পদত্যাগ করেছিলেন।
